রক্তশরীরের একটি অতীব প্রয়োজনীয় উপাদান। এর মধ্যে রয়েছে লাল রক্তকণিকা, শ্বেতরক্তকণিকা ও অনুচক্রিকা। এর সবই বোনম্যারো থেকে উৎপত্তি লাভ করে এবং শরীরেরবিভিন্ন স্থানে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। আর বস্ন্যাড ক্যান্সার বলতেসাধারণভাবে রক্তের উলি্লখিত যে কোনো উপাদান থেকে সৃষ্ট ক্যান্সারকে বুঝি। ব্লাড ক্যান্সারের প্রকারভেদ : যেমন- ক. লিউকেমিয়া (শ্বেতকণিকা থেকে সৃষ্ট বস্নাড ক্যান্সার) র) একিউট মাইলোবস্নাস্টিক লিউকেমিয়া রর) একিউট লিমফোবস্নাস্টিক লিউকেমিয়া ররর) ক্রনিক লিমফোসাইটিক লিউকেমিয়া খ....

